68 Views
এত দ্বারা বি.এড বিভাগের ২০২৩-২০২৫ শিক্ষাবর্ষের সমস্ত ছাত্র – ছাত্রীদের জানানো যাইতেছে যে, ইউনিভার্সিটির নোটিফিকেশন অনুযায়ী, বি.এড প্রথম সেমিস্টারের এক্সটার্নাল প্রাক্টিকাম পরীক্ষা , আগামী শুক্রবার ১৩-১২-২০২৪ তারিখে ইউনিভার্সিটি রোল নম্বর অনুযায়ী ১-৬০ জনের পরীক্ষা হইবে ও আগামী ১৪- ১২- ২০২৪ শনিবার ৬১-১০০ জনের পরীক্ষা হইবে ।। উক্ত দিনে প্রত্যেকেই অবশ্যই সকাল ১০.৩০ থেকে ফরমাল পোশাকে ( পোশাক শাড়ি/পাঞ্জাবী/ফরমাল প্যান্ট – শার্ট ) কলেজে সমস্ত সম্পূর্ণ খাতা নিয়ে পরীক্ষা দিতে আসতে হইবে ।।
এছাড়া আরো জানানো যাইতেছে যে যারা ১০-১২-২০২৪ তারিখ নির্ধারিত ইন্টার্নাল পরীক্ষা দেয়নি এবং যাদের খাতা সম্পূর্ণ হয়নি বা সই করানো হয়নি তারা এক্সটার্নাল পরীক্ষার জন্য গ্রাহ্য হবে না ।।
.
বি.এড বিভাগ।। জি.এস.এম।।